জেলা পরিষদ নির্বাচনে বানারীপাড়া উপজেলা ৫নং ওয়ার্ডের নির্বাচনে স্বপনকে বিজয়ী ঘোষনা

এস মিজানুল ইসলাম,
বিশেষ সংবাদদাতা: টান টান উত্তেজনার মধ্যে এবং উৎসবমুখর ও শান্তিপূর্ন পরিবেশে বরিশাল জেলা পরিষদর নির্বাচনে সাধারণ সদস্য পদে ৫ নং বানারীপাড়া উপজেলায় নির্বাচন সম্পন্ন হয়েছে। ঘুড়ি প্রতীকের প্রার্থী মামুন- উর- রশিদকে বেসরকারি ভাবে বিজয় ঘোষনা।বানারীপাড়া সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুল ভোটকেন্দ্রে ১৭ অক্টোবর সকাল ৯ টা থেকে একটানা ২ টা পর্যন্ত ভোট নেয়া শেষ হয়। ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। ভোট গননা শেষে প্রজাইডিং অফিসার উপজেলা সমাজবসবা কর্মকর্তা পার্থ সারথী দেউড়ি জানান, এখানে ১১৬ টি ভোটের মধ্যে ১১৪ জন ভোট দেন এবং ২ টি ভোট বাতিল হয়। প্রাপ্ত বৈধ ভোটের মধ্যে দু’জন প্রতিদ্বন্দ্বিতা প্রার্থীর মধ্যে মোঃ মামুন-উর- রশিদ স্বপন (ঘুড়ি প্রতীক ) পেয়েছেন ৬৪ এবং তালা প্রতিকের প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ জিয়াউল হক মিন্টু পেয়েছেন ৫০ ভোট।

এছাড়া সংরক্ষিত নারী সদস্য পদে (ওয়ার্ড নম্বর-২ বানারীপাড়া,বাবুগঞ্জ ও মুলাদী উপজেলা) ৬ জন প্রতিদ্বন্ধিতা করছেন। এদের মধ্যে বানারীপাড়ার শিউলী রহমান পুতুল ফুটবল প্রতীক পেয়েছে ৭৫ ভোট, নাজমিন জাহান পলি দোয়াত-কলম- ২৫, সারা বুলু বিশ্বাস হরিণ ১, বাবুগঞ্জ উপজেলার নাজমুন নাহার টেবিল ঘড়ি ৭, মুলাদী উপজেলার আয়শা রহমান বই ৭ এবং সালমা রহমান মাইক শূন্য ভোট পেয়েছেন।
নির্বাচন অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে বানারীপাড়া সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) হাই স্কুলের ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়। গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট বিপিন চন্দ্র বিশ্বাস এবং বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আরাফাত হোসেন ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করেন।
সকাল ১০ টায় জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও জেলা পরিষদ নির্বাচনে সহকারি রিটার্নিং অফিসার মোঃ নুরুল আলম, জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহজাহান হোসেন, সদ্য পদোন্নতী প্রাপ্ত জেলা অতিরিক্ত পুলিশ সুপার আবু জাফর মোহাম্মদ রহমতউল্লাহ্, ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন। এসময় বানারীপাড়া থানার ওসি এসএম মাসুদ আলম চৌধুরী ও ইন্সপেক্টর (তদন্ত) জাফর আহম্মেদ সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংরক্ষিত নারী সদস্যদের বিজয়ীর নিম জেলা রিটার্নিং অফিস ঘোষনা করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *