August 14, 2025, 1:26 pm
এম এ আলিম রিপনঃ পাবনার সুজানগর উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধ ২০ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। রবিবার উপজেলা মৎস্য বিভাগ থানা পুলিশের সহযোগিতায় এ কারেন্ট জাল উদ্ধার করে। পরে উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়নের কা ন পার্ক নামক স্থানে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়। এ সময় সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম,উপজেলা মৎস্য অফিসার নূর কাজমীর জামান খান ও ক্ষেত্র সহকারী খোকন বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম জানান, ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২দিন ইলিশ মাছ ধরায় নিষেধাজ্ঞা রয়েছে। এ সময় সারাদেশে ইলিশ আহরণ, পরিবহণ, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দন্ডনীয় অপরাধ। এ আইন অমান্য করলে কমপক্ষে ১ থেকে ২ বছরের সশ্রম কারাদন্ড ,অর্থদন্ড অথবা উভয় দন্ডে দন্ডিত করা হবে। মা অইলিশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।