নড়াইলে ছাত্রলীগের আয়োজনে শহীদ চয়ন মল্লিকের মুর‌্যালে পুস্প স্তবক অর্পন

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

নড়াইলে ছাত্রলীগের আয়োজনে শহীদ চয়ন মল্লিকের মুর‌্যালে পুস্প স্তবক অর্পন। ৯০ এর গণ আন্দোলনের ছাত্রনেতা শহীদ চয়ন মল্লিকের ৩১ তম মৃত্যু বার্ষিকী পালন পালিত হয়েছে। রবিবার বাংলাদেশ ছাত্রলীগ, নড়াইল জেলা শাখা এর আয়োজনে, ৯০এর গণ
আন্দোলনের সহযোদ্ধা এবং শহীদ মানিক ও চয়ন স্মৃতি সংসদ এর সহযোগীতায়
কালোব্যাচ ধারন, শহীদ চয়ন মল্লিকের মুর‌্যালে পুস্প স্তবক অর্পন, সংক্ষিপ্ত শোক সভা, দুপুরে গণভোজ ও সন্ধ্যায় প্রদীপ প্রজ্জলনের আয়োজন করা হয়। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ চত্বরে নবমির্মিত শহীদ চয়ন মল্লিক মুর‌্যালের উদ্বেধন করেন শহীদ চয়ন মল্লিক এর বড় বোন অন্বেষা সুত্রধর, জামাইবাবু রঞ্জন সুত্রধর, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা দিলারা বেগম। শহীদ
চয়ন মল্লিকের মুর‌্যালে নড়াইল পৌর আওয়ামীলীগ, বাংলাদেশ ছাত্রলীগ, নড়াইল
জেলা শাখা, ৯০এর গণ আন্দোলনের সহযোদ্ধাগণ, শহীদ মানিক ও চয়ন স্মৃতি
সংসদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুস্প স্তবক অর্পন করা হয়।
৯০এর গণ আন্দোলনের সহযোদ্ধা এর আহবায়ক আবু ফেরদৌস মিলন এর সভাপতিত্বে পৌর
মেয়র আঞ্জুমান আরা, ৯০এর গণ আন্দোলনের সহযোদ্ধা এ্যাডঃ মাহমুদুল হাসান
কায়েস,মোঃ কামরুজামান খান তুহিন, প্রিন্স মোল্যা, বিপ্লব বিশ্বাস বিলো,
দিপক বোস, সোনা সাহা, পৌর আওয়ামীলীগের সভাপতি মলয় কুমার কুন্ডু, সাধারন
সম্পাদক ও পৌর কাউন্সিলর মোঃ রেজাউল বিশ্বাস, জেলা যুবলীগের আহবায়ক মোঃ
ওয়াহিদুজ্জামান, যুগ্ম আহবায়ক নেতা ফরহাদ হোসেন মোল্যা, জেলা ছাত্রলীগের
সভাপতি নাইম ভ’ইয়া, সাধারন সম্পাদক স্বপ্নীল সিকদার নীল, ৯০এর গণ
আন্দোলনের সহযোদ্ধা ও পৌর কাউন্সিলর শরফুল আলম লিটু, ,সদর উপজেলা
ছাত্রলীগের সভাপতি আকাশ ঘোষ রাহুল, সাধারন সম্পাদক সিদ্ধর্থ সিংহ,
মী,আওয়ামীলীগ.যুবলীগ,ছাত্রলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ
এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ৯১ সালে বিএনপির সন্ত্রাসীরা ছাত্রনেতা শহীদ চয়ন মল্লিককে নির্মম ভাবে হত্যা করে।

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *