ক্ষেতলালে ৩০ লিটার চোলাই মদ ও সাজাপ্রাপ্ত আসামী সহ দুইজন গ্রেফতার

মিলন মিয়া ক্ষেতলাল উপজেলা প্রতিনিধি:
ক্ষেতলাল থানা পুলিশ কর্তৃক ৩০ (ত্রিশ) লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ ০১ (এক) জন এবং সাজা প্রাপ্ত আসামী ০১ জন মোট ০২ (দুই) জন আসামী গ্রেফতার। পুলিশ সুপার জয়পুরহাট স্যারের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল স্যারের তত্বাবধানে ক্ষেতলাল থানার এস,আই (নিঃ) মোঃ মাসুদ রানা, সঙ্গীয় এএসআই (নিঃ) মোঃ দুলাল হোসেন, কং/৫৫৭ মোঃ রাকিবুল ইসলাম, কং/৫১৩ মোঃ মানিক রানা, সকলেই ক্ষেতলাল থানা জেলা-জয়পুরহাটগণ অভিযান পরিচালনা করিয়া গত ১৫-১০-২০২২ তারিখ ১৯.১০ ঘটিকার সময় ক্ষেতলাল থানাধীন ০৩নং মামুদপুর ইউপির অন্তর্গত মহব্বতপুর দিঘীপাড়া হইতে আসামী ১। শ্রী বানু চন্দ্র প্রামানিক (৩৫), পিতা- মৃতঃ বিমল চন্দ্র প্রামানিক, সাং-মহব্বতপুর দিঘীপাড়া, থানা- ক্ষেতলাল, জেলা-জয়পুরহাট গ্রেফতার করিয়া সর্বমোট ৩০ (ত্রিশ) লিটার দেশীয় তৈরী চোলাই মদ, মূল্য অনুঃ ১২,০০০/- (বার হাজার) টাকা উদ্ধার করেন এবং সিআর সাজা গ্রেফতারী পরোয়ানা মূলে ১ (এক)জন আসামীকে গ্রেফতার করেন। আসামীদ্বয়কে পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *