মেঘনা গ্রুপের ডিপোতে ডাকাতির ঘটনায় আরো ১জনকে গ্রেফতার করেছে কোতোয়ালি পুলিশ

আরিফ রববানী ময়মনসিংহ।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার হাইওয়ে রোডের পাশে বেলতলী নামক এলাকায় মেঘনা গ্রুপের ডিপোতে গত ২২ সেপ্টেম্বর গত রাতে ডাকাতির ঘটনায় জরিত আরো এক ডাকাত কে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানার পুলিশ। গ্রেফতারকৃত আসামীর নাম ইন্তাজ আলী (৩৫)।সে জামালপুর জেলার ইসলামপুর উপজেলার সাং-ডিগ্রীরচর (মোল্লাপাড়া) এলাকার মৃত-শকুর আলী @ শুক্কুর এর পুত্র। বৃহস্পতিবার ১৩ই অক্টোবর রাতে
ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপারের দিকনির্দেশনায় সদর সার্কেল এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ এর সার্বিক তদারকিতে কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক ফারুক হোসেনের নেতৃত্বে থানার এসআই মিনহাজ উদ্দিন এস আই নিরুপম নাগ এএসআই সুজন সাহার একটি টিম পাশ্ববর্তী গাজীপুর জেলার টঙ্গী পশ্চিম থানার স্টেশন রোড এলাকা হতে টঙ্গী থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করে। এর আগে ৩রা অক্টোবর সোমবার জামালপুর ও গাজীপুুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত মো: নজরুল ইসলাম (৩০), আবু সাঈদ সৈকত ওরফে শওকত (২৭), মো: বাদল ওরফে আসলাম (২৮) নামক আরো তিন ডাকাত কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করে কোতোয়ালি মডেল থানার পুলিশ। এনিয়ে মেঘনা গ্রুপের ডিপোতে ডাকাতির ঘটনায় ৪ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।

সুত্র মতে জানা গেছে- গত ২২শে সেপ্টেম্বর দিবাগত রাতে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানাধীন হাইওয়ে রোডের পাশে বেলতলী নামক এলাকায় মেঘনা গ্রুপের ডিপোতে একদল ডাকাত কর্মচারী পরিচয়ে ভিতরে প্রবেশ করে পাহারাদের হাত পা বেধে মালামাল লুটে নিয়ে যায়। এই ঘটনায় কোতোয়ালী থানায় একটি মামলা হয়( নং-৯২/১০০০ তারিখ-২৩/০৯/২০২২ ইং ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড) রুজু করা হয়।

পুলিশ জানিয়েছে গ্রেফতার কৃত আসামীরা ডাকাতির ঘটনার সাথে জড়িত মর্মে বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে ।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ জানান- মেঘনা গ্রুপের ডিপোতে ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধার ও ঘটনায় জড়িত আসামীদের গ্রেফতার অভিযান অভিযান চালিয়ে এর আগে ৩ডাকাতকে গ্রেফতারের পর গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ১৩ অক্টোবর সন্ধ্যায় গাজীপুর জেলায় অভিযান চালিয়ে টঙ্গী পশ্চিম থানার স্টেশন রোড এলাকা হতে টঙ্গী থানা পুলিশের সহায়তায় ডাকাতির সহিত জড়িত আসামী জামালপুর জেলার ইসলামপুর উপজেলার সাং-ডিগ্রীরচর (মোল্লাপাড়া) এলাকার মৃত-শকুর আলী @ শুক্কুর এর পুত্র
ইন্তাজ আলী (৩৫) কে গ্রেফতার করা হয়েছে। ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপারের দিকনির্দেশনায় সদর সার্কেল এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ এর সার্বিক তদারকিতে অভিযানে অংশগ্রহণ করেন পুলিশ পরিদর্শক ফারুক হোসেন এবং এসআই মিনহাজ উদ্দিন এস আই নিরুপম নাগ এএসআই সুজন সাহা সহ পুলিশের একটি টিম এই অভিযান পরিচালনা করেন। তিনি জানান- মেঘনা গ্রুপের ডিপোতে ডাকাতির ঘটনায় জড়িত সকল আসামীদের গ্রেফতার আমাদের পুলিশের টিম কাজ করছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *