সুজানগরে ইলিশ শিকার করায় ৩ জেলের কারাদন্ড

এম এ আলিম রিপন,সুজানগর ঃ নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ ধরার অপরাধে পাবনার সুজানগর উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত ৩ মৎস্যজীবীকে ১০ দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.তরিকুল ইসলাম জানান, উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে মাছ ধরা অবস্থায় ওই তিন মৎস্যজীবীকে আটক করা হয়। পরে আটককৃত ৩ মৎস্যজীবীকে ১০ করে কারাদন্ড দিয়ে জেল হাজতে পাঠানো হয়। এবং জব্দকৃত ২০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়। নিষেধাজ্ঞা চলাকালে এ ধরণের অভিযান চলবে বলেও জানান তিনি। অভিযান পরিচালনাকালে উপজেলা মৎস্য অফিসার নূর কাজমীর জামান খান উপস্থিত ছিলেন।

এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *