February 5, 2025, 2:50 pm
এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে ফুটবল খেলা দেখতে এসে টিনশেট ঘর ভেঙে খোরশেদ আলম (২২) নামে যুবক মারা গেছেন। এঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ১০ জন। আহতদের মধ্যে ৩ জনকে জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহত যুবক- জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার রামাপুর গ্রামের খলিল হোসেনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেলে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির সঙ্গে পাঁচবিবির রাধানগর খেলোয়াড় কল্যান সমিতির ফুটবল খেলার আয়োজন করা হয়ে পাঁচবিবির শেখ রাসেল মিনি স্টেডিয়ামে। খেলার আয়োজন করেন রাধানগর খেলোয়াড় কল্যান সমিতি। খেলায় হাজার হাজার ফুটবল প্রেমী দর্শকদের উপচেপড়া ভিড় ছিল। এসময় স্টেডিয়ামের পাশের একটি টিনশেটের ঘরের চালার উপর উঠে খেলা দেখছিলেন অনেকগুলো দর্শক। হঠাৎ করেই টিনশেট ভেঙে পড়ে ১ জন নিহত হয়। এঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ১০ জন।
শুক্রবার রাতে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব একজন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।