February 5, 2025, 7:45 am
ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।।
পাইকগাছায় সরিষার তেল কিনে প্রতারিত হয়েছেন নোয়াকাটি গ্রামের মৃত আলহাজ¦ দ্বীন আলী সরদারের ছেলে আব্দুল মজিদ। তিনি গত সেপ্টেম্বর মাসের ২৩/২৪ তারিখ কপিলমুনিস্থ উৎসব অয়েল মিলের সত্ত্বাধিকারী খায়রুল ইসলামের মিল থেকে ৩ কেজি সরিষার তেল ক্রয় করেন। ক্রয়কৃত তেল বাড়িতে নিয়ে রাখলে ৪/৫ দিন পর থেকে তেল জমতে থাকে।
বোতল জাত কৃত তেলের নিচের অংশ মূল তেল থেকে আলাদা রং ধারণ করে। এতে ভেজাল প্রমাণিত হওয়ায় ৮ অক্টোবর তেলের বোতল নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গিয়ে অভিযোগ করলে অভিযোগ আমলে না নিয়ে উল্টো ওখানকার কর্মচারী আব্দুল মজিদকে নানা প্রশ্নের সম্মুখিন করে বিভ্রান্ত করার চেষ্টা করে।
অবশেষে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ভুক্তভোগী আব্দুল মজিদ উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছে। বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য উপজেলা স্যানেটারী ইন্সপেক্টরকে নির্দেশ দিয়েছেন ইউএনও মমতাজ বেগম। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে স্যানেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য কর্মকর্তা উদয় কুমার মন্ডল জানিয়েছেন।