August 13, 2025, 8:53 pm
মুহম্মদ তরিকুল ইসলাম, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেতুলিয়া সীমান্ত এলাকায় জনসাধারণের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) উপজেলা সদরের পুরাতন বাজারে এই আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
তেঁতুলিয়া সদর ১৮ বিজিবি কোম্পানি কমান্ডার ল্যান্সনায়েক আব্দুল মালেক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৩নং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাসুদ করিম সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে ইউপি সদস্য মোঃ আব্দুল হাকিম, মোঃ আব্বাস আলী, মোঃ নুর ইসলামসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও জনসাধারনগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা সীমান্ত এলাকায় বসবাস করি। তাই সীমান্ত দিয়ে যেন কোন ভারতীয় লোক আমাদের দেশে অনুপ্রবেশ করতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে । ভারতীয় কোনো লোক বাংলাদেশে অনুপ্রবেশ দেখলেই সাথে সাথে বিজিবি কমান্ডার কে সঠিক তথ্যে জানার জন্য আহবান করেন।
কোম্পানি কমান্ডার ল্যান্সনায়েক আব্দুল মালেক বলেন, আসুন আমরা সবাই মিলে এক সাথে জনসচেতনতামূলক কাজ করি। এতে এলাকায় কোন অনুপ্রবেশকারী ব্যক্তি লুকিয়ে থাকতে পারবে না এবং চোরাকারবারীও হবে না।
এ সময় গণ্যমান্য ব্যক্তিগণ তাদের বিভিন্ন মত প্রকাশে বক্তব্য তুলে ধরেন।
মুুহম্মদ তরিকুল ইসলাম।