August 13, 2025, 8:55 pm
এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের ক্ষেতলাল থানার তৃণমূল জনতার মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন, বাংলাদেশ আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।
১৪ (অক্টোবর) শুক্রবার দিন ব্যাপী উপজেলার আলমপুর ইউনিয়নের শিবপুর গ্রাম, বড়াইল ইউনিয়নের হাটশহর গ্রাম, মামুদপুর ইউনিয়নের মিনিগাড়ী গ্রাম ও পৌর এলাকার তিলাবদুল গ্রামে
“তৃণমূল জনতার মুখোমুখি জনপ্রতিনিধিবৃন্দ” এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তৃণমূলের জনসাধারণের মুখোমুখি হয়ে জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। প্রশ্নোত্তরের পূর্বে তৃণমূলের জনগন এলাকার শিক্ষা, রাস্তা–ঘাট, ড্রেন নির্মান, মসজিদ, মন্দির, মাদক, দূর্নীতি, সন্ত্রাস, ইত্যাদি বিষয়ে হুইপকে প্রশ্ন করেন। প্রশ্ন শোনার পর তিনি তাৎক্ষনিক ভাবে জনগণের সকল প্রশ্নের উত্তর দিয়ে সংকট সমাধানের ব্যপারে জনতাকে আশ্বস্ত করে বলেন, সমস্যা একবারে সমাধান করা অসম্ভব। তাছাড়া দুইবছর করোনায় আমরা কোন বিষয়ে এগিয়ে যেতে পারিনি। তবে খুব দ্রুত আপনাদের সকল সমস্যা সমাধান করা হবে।
এসময় হুইপের সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন,জেলা আওয়ামী লীগের প্রচার প্রকাশনা সম্পাদক মাসুদ রেজা, জয়পুরহাট পৌরসভার সাবেক মেয়র আব্দুল আজিজ মোল্লা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান।
এছাড়াও ক্ষেতলাল উপজেলা হতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল মজিদ মোল্লা, ক্ষেতলাল উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও আলমপুর ইউপি চেয়ারম্যান আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সিরাজুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য তাইফুল ইসলাম তালুকদার সহ জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং তৃণমূলের জনগন উপস্থিত ছিলেন।