অপাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২২ উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা সহকারে প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসের তাৎপর্য তুলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, সমাজ সেবা অফিসার সরদার আলী আহসান, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, রেড ক্রিসেন্ট সোসাইটির উপজেলা কর্মকর্তা শাহাদৎ হোসেন রানা। সাংবাদিক আঃ আজিজের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উপ-সহকারী মোঃ সাইফুর রহমান। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখা আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আরশাদ আলী বিশ্বাস, ষোলআনা সমবায় সমিতি লিঃ এর সাবেক সম্পাদক ইলিয়াস হোসেন,আফজাল হোসেন,প্রভাষক বজলুর রহমান, উপজেলা সিপিপি’র টিম লিডারদের মধ্যে কবির উদ্দিন, দীপঙ্কর মন্ডল,জুলি শেখ, মুক্ত অধিকারী, রথীন মন্ডল, রাসেদুজ্জামান রাসেল, অনামিকা ঘোষ, নয়ন বিশ্বাস,ত্রান শাখার মোঃ আজিজুল ইসলাম, মারুক বিল্লাহ,সবুর খাঁন,সুজয় মিস্ত্রী,সুমন আল মামুন সহ অনেকে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *