অজাতীয়ভাবে শ্রেষ্ঠত্ব অর্জন করায় নওগাঁ’র নৃত্যশিল্পীদের সন্মাননা ক্রেষ্ট প্রদান ও নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় জাতীয়ভাবে শ্রেষ্ঠত্ব অর্জন করায় ২৫টি ইভেন্টে ৩৫ জন নৃত্য শিল্পীকে সন্মাননা প্রদান করা হয়েছে। বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা নওগাঁ জেলা শাখা এই সন্মাননা প্রদান করে। বৃহষ্পতিবার রাত সাড়ে ৮টায় নওগাঁ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অঅয়োজিত এ অনুষ্ঠাসে সভাপতিত্ব করেন বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা নওগাঁ জেলা কমিটির সভাপতি বিশি,ষ্ট নৃত্য শিল্পী মোরশেদা বেগম শিল্পী।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ কায়েস উদ্দিন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদের সভাপতি এ্য্ডা. ডি এম আব্দুল বারীূ, আবৃত্তি পরিষদের সাধারন সম্পাদক রফিকুদ্দৌলা রাব্বী, সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা কমিটির সাধারন সম্পাদক মাগফুরুল হাসান বিদ্যুৎ, বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা জেলা কমিটির সহ-সভাপতি সুলতান মাহমুদ, সাধারন সম্পাদক লিজা সুলতান, সদস্য আরিফ উদ্দিন আরিফসহ অন্যরা।
পরে অনুষ্ঠানে নৃত্য রঙ একাডেমী, নৃত্যাঞ্জলী একাডেমী এবং নৃত্য নিকেতনের শিল্পীরা মনোজ্ঞ নৃত্য পরিবেশন করে।
উল্লেখ্য অতি সম্প্রতি বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা ও বাংলাদেশ শিল্পকলা একাডেমী’র যৌথ আয়োজিত ঢাকায় অনুষ্ঠিত নৃত্য প্রতিযোগিতায় দলীয়ভাবে ৬টি গ্রুপ শ্রেষ্ঠত্ব অর্জনসহ বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৩৫টি পুরস্কার লাভ করে নওগাঁ জেলা শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করে।#

রওশন আরা পারভীন শিলা
নওগাঁ জেলা প্রতিনিধি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *