কেন্দুয়ায় শত্রুতার বিষে পুড়ল কৃষকের আমন ধান

কেন্দুয়া নেত্রকোণা প্রতিনিধি।
নেত্রকোণার কেন্দুয়ায় মামলা-মোকদ্দমা ও পূর্ব শত্রুতার জের ধরে এক কৃষকের ৩৫ শতাংশ জমির আমন ধানখেত কীটনাশক (বিষ) প্রয়োগের মাধ্যমে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

ঘটনাটি উপজেলার মোজাফরপুর ইউনিয়নের গগডা উত্তরপাড়া গ্রামে ঘটেছে।

এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের পর বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে কেন্দুয়া থানা পুলিশ।

এর আগে গত সোমবার (১০ অক্টোবর) রাত ১০টার থেকে মঙ্গলবার (১১ অক্টোবর) ভোর ৪টার মধ্যে ওই আমন ধান খেতে কীটনাশক প্রয়োগের এ ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ সূত্রে জানা গেছে।

সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, গগডা উত্তরপাড়া গ্রামের কৃষক তারা মিয়া তার খরিদকৃত ৩৫ শতাংশ জমিতে আমন ধানের আবাদ করেছিলেন। আবাদকৃত ওই জমির অংশীদার দাবি করে আসছিলেন একই গ্রামের এলাই মিয়া ও তাদের লোকজন। এ নিয়ে দীর্ঘদিন ধরে উভয়পক্ষের মধ্যে পূর্ব শত্রুতা ও মামলা-মোকদ্দমা চলে আসছে। বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় মাতব্বরগণ দরবার সালিশও করেছেন। কিন্তু এলাই মিয়া ও তাদের লোকজন সালিশের সিদ্ধান্ত না মানায় তা সমাধান হচ্ছিল না। এরই মধ্যে গত মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে তারা মিয়া তার ধান খেতে গেলে খেতের সব ধান গাছ পোড়া দেখতে পান। পরে ওইদিনই তারা মিয়া বাদী হয়ে প্রতিপক্ষের ৯ জনের নামোল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

কৃষক তারা মিয়া বলেন, শত্রুতার জের ধরে এলাই মিয়া ও তার লোকজনই আমার আমন ধান খেত বিষ দিয়ে পুড়িয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে প্রতিপক্ষের এলাই মিয়া বলেন, আমরা বিষ দেইনি। আমাদেরকে হয়রানি করার জন্য শত্রুতা করে তারা নিজেরাই নিজেদের ধান খেতে বিষ দিয়ে পুড়িয়েছে এবং আমাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছে।

এ বিষয়ে কেন্দুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পর বৃহস্পতিবার বিকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

হুমায়ুন কবির কেন্দুয়া নেত্রকোণা থেকে।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *