February 5, 2025, 5:54 pm
প্রেস বিজ্ঞপ্তিঃ
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক আকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম রমজান আলী রঞ্জু’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এম রমজান আলী রন্জু(৬৩) আজ বুধবার সকাল আনুমানিক সময় ৯:৩০ঘটিকায় বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
বুধবার (১২অক্টোবর) বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্ প্রেরিত এক শোক বার্তায় জাতীয় সংসদের বিরোধীদলীয় বলেন,এম রমজান আলী রঞ্জু’র মৃত্যুতে স্হানীয় রাজনীতিতে যে শূণ্যতার সৃষ্টি হলো তা সহজে পূরণ করার নয়।বিরোধীদলীয় নেতা মরহুমের পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।