বানারীপাড়ায় মুক্তিযোদ্ধার বাড়ি নির্মানে বাধা

আব্দুল আউয়াল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

বানারীপাড়ায় বীর মুক্তিযোদ্ধা শাহজাহান বেপারীর পৈত্রিক সম্পত্তিতে সরকার থেকে পাওয়া বীর নিবাস নির্মানে বাধা দেয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বাইশারী ইউনিয়নের বালীপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে বলে জানা যায়। ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা শাহজাহান বেপারী জানান প্রায় শত বছরের উর্ধে বালিপাড়া মৌজার ১০৮ নং খতিয়ানের ৯৭ দাগে ৪০শতাংশ সম্পত্তিতে তার পিতা মৃত আব্দুল কাদের বেপারী গংদের বসবাস। ওই সম্পত্তিতে ওয়ারিশ সূত্রে পাওয়া জায়গায় আমি বীর মুক্তিযোদ্ধা হিসাবে মুক্তিযোদ্ধা মন্ত্রনালয় থেকে প্রাপ্ত ঘর উত্তোলনের প্রস্তুতি নিলে আমার চাচাতো ভাই কতিপয় অসৎ লোকের কুপরামর্শে আমার চাচাত ভাই সুলতান বেপারী,ইউনুচ বেপারী ,ইউসুফ বেপারী ঘর তুলতে বাধা প্রদান করছে। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছেন বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান বেপারী। এদিকে অভিযুক্ত ইউসুফ বেপারীর কাছে ঘর তুলতে বাধা প্রদানে বিষযে জানতে চাইলে তিনি বলেন তারা আমাদের চাচাত ভাই। সকলেরই পৈত্রিক সম্পত্তি। সম্পত্তি সকলেরই আছে। এ নিয়ে কোন বিরোধ নেই, তবে ভাগবন্টন নিয়ে আমাদের সাথে ঝামেলা চলে আসছে। বর্তমানে সম্পত্তি নিয়ে চেয়ারম্যানের নেতৃত্বে শালিশ মিমাংসা চলমান। শালিশগন যে সিদ্ধান্ত দিবেন তা আমরা মানতে রাজি।

আব্দুল আউয়াল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *