৩ লক্ষ ৮ হাজার ৫৯৭ শিশুকে ভ্যাকসিন প্রদানের লক্ষ্য নিয়ে নওগাঁয় ৫ থেকে ১১ বছর বয়সের শিশুদের কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রম শুরু

নওগাঁ প্রতিনিধি : সারাদেশের মত নওগাঁ জেলাতেও ৫ থেকে ১১ বছর বয়সের শিশুদের কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হয়েছে। জেলায় ৩ লক্ষ ৮ হাজার ৫শ ৯৭ জন শিশুকে ভ্যাকসিন প্রদানের লক্ষ্যমাত্রা নিয়ে মঙ্গলবার সকাল ১০টায় শহরের চক এনায়েত সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এই কার্যক্রম শুরু হয়েছে।
নওগাঁ’র জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন। নওগাঁ’র সিভিলসার্জন ডাক্তার আবু হেনা মোঃ রাইহানুজ্জহামান সরকারের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী এ অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার এম এ মামুন খান চিশতি, ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মুনির আলী আকন্দ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার আবুল কালাম আজাদ, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিনসহ স্বাস্থ্য ও শিক্ষা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন জানিয়েছেন জেলার ১৩৭৫টি সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ মাদ্রাসাগুলোতে ১১ অক্টোবর থেকে শুরু করে ১৩ দিনব্যপী উল্লেখিত পরিমাণ শিশুদের ফাইজার টিকা প্রদান করা হবে।

রওশণ আরা পারভীন শিলা
নওগাঁ জেলা প্রতিনিধি

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *