February 5, 2025, 5:07 pm
স্বরূপকাঠি(পিরোজপুর) প্রতিনিধি,
স্বরূপকাঠিতে পূর্ব বিরোধের জের ধরে কুপিয়ে ও পিটিয়ে ৪ জনকে গুরুতর জখম করেছে প্রতিপক্ষ। সোমবার রাতে উপজেলার সোগদল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আক্রামুল ইসলাম বাবুলের বাড়ীর সামনে সড়কের ওপর ওই ঘটনা ঘটেছে। সোহাগের নেতৃত্বে ১০/১১ জনের সন্ত্রাসী দল ওই ঘটনা ঘটিয়েছে। তারা রামদাও দিয়ে কুপিয়ে জাহারুল ইসলামকে(৪৭) রামদাও দিয়ে কুপিয়ে এবং জাহীদুল (৪০), জাহারুল (৪৩) এবং সাগরকে (৩৬) পিটিয়ে গুরুতর জখম করে। এলাকাবাসী এগিয়ে গেলে সোহাগ ও তার দলবল হত্যার হুমকি দিয়ে চলে যায়। এলাকাবাসী আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাহারুল ইসলামের অবস্থা গুরুতর দেখে তাকে দ্রুত বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। অন্যান্য আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এব্যাপারে জাহারুল ইসলামের ভাই জামাল মিয়া বাদী হয়ে ৮ জনকে নামীয় ও ২/৩ জনকে বেনামিয় আসামী করে নেছারাবাদ থানায় মামলা দায়ের করেছেন। অপর দিকে ঘটনার মূল হোতো সোহাগ থানায় মামলা করতে গেলে পুলিশ তাকে আটক করে। পরে তাকে ও ৪ নম্বর আসামী আকাশকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাদীর দায়ের করা এজাহার সূত্রে জানাগেছে সোহাগের সাথে ওই এলাকার বিভিন্ন পরিবারের সাথে দীর্ঘদিন ধরে দন্দ চলে আসছিল। একই ভাবে সাগরদের পরিবারের সাথে দন্দ চলে আসছিল। ঘটনার সময় সাগর বাড়ী থেকে দোকানে যাচ্ছিল। বাবুল চেয়ারম্যানের বাড়ী সামনের সড়কে সোহাগ ও তার সহযোগীরা অটোতে করে এসে সাগরকে মারধর শুরু করে। এতে সাগরের হাত ভেঙ্গে যায়। সাগরের ডাক চিৎকারে বাদীসহ অন্যান্যরা ছুটে আসে। এসময় সোহাগ তার হাতে থাকা রামদাও দিয়ে বাদীর ভাই জাহারুল ইসলামকে কোপ দিলে তা লক্ষভ্রষ্ট হয়ে হাতে লাগে। এসময় অন্যান্যরা যাকে যে ভাবে পেরেছে লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করেছে। তিনি বলেন, সোহাগ দীর্ঘ দিন ধরে এলাকার মানুষের সাথে হয়রানী মুলক কর্মকান্ড করে আসছে। তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে।
এ বিষয়ে নেছারাবাদ থানার ওসি আবীর মোহাম্মদ হোসেন বলেন, সোহাগ নিজে ঘটনা ঘটিয়ে উল্টো থানায় এসে মামলা দেওয়ার চেষ্টা করে। কিন্তু গোপন সূত্রে তথ্য পেয়ে তাকে থানায় বসিয়ে রেখে পুলিশ পাঠিয়ে ঘটনার রহস্য উৎ্ঘাটনের পর মামলা হলে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।
আনোয়ার হোসেন
স্বরূপকাঠি(পিরোজপুর) প্রতিনিধি