February 5, 2025, 11:57 am
এম এ আলিম রিপন,সুজানগরঃ পাবনার সুজানগরে ৫-১১ বছরের শিশুদের (পেডিয়াট্রিক ফাইজার বায়োএনটেক)) কোভিড-১৯ ভ্যাক্সিনেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার(১১ অক্টোবর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে ও সুজানগর পৌরসভার সহযোগিতায় স্থানীয় সুজানগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কোভিড-১৯ ভ্যাক্সিনেশন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। পৌর মেয়র রেজাউল করিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল হাননান ও উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার। উদ্বোধক ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ সানজিদা মুজিব। অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সেলিম মোরশেদ, পৌরসভার নির্বাহী কর্মকর্তা গোলাম নবী, পৌরসভার স্যানিট্যারি ইনস্পেক্টর আমিরুল ইসলাম সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিথ ছিলেন।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।