এম এ আলিম রিপন,সুজানগরঃ পাবনার সুজানগরে নৈশপ্রহরী কাম দপ্তরী কর্তৃক ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। অভিযুক্ত মো.ইউসুব খাঁ(৫৫) উপজেলার মানিকহাট ইউনিয়নের মানিকহাট গ্রামের বাসিন্দা। সে স্থানীয় মানিকহাট উচ্চ বিদ্যালয়ে নৈশপ্রহরী হিসেবে কর্মরত। এ ঘটনায় মানিকহাট উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ওই ছাত্রীর মা মোছা.কোমেলা খাতুন বাদী হয়ে পাবনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। মামলা নং-৩০৩/২২। ঘটনার সত্যতা নিশ্চিত করে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.রমজান আলী যুগান্তরকে জানান, মামলা সংক্রান্ত একটি পত্র মঙ্গলবার আমরা বিদ্যালয়ে পেয়েছি। মামলার এজাহার সূত্রে জানা যায়,গত ২ অক্টোবর বিদ্যালয় বন্ধ থাকার পরও এদিন সকালে বিদ্যালয়ে স্যার দেখা করতে যেতে বলেছে জানিয়ে ওই ছাত্রীকে নিজ বাড়ি থেকে ডেকে বিদ্যালয়ে নিয়ে গিয়ে ওই বিদ্যালয়েরই একটি কক্ষে ধর্ষণ করে নৈশপ্রহরী মো.ইউসুব খাঁ । এ সময় ধর্ষণের ঘটনা কাউকে জানালে হত্যার হুমকি দেয়া হয়। পরে বিষয়টি ছাত্রী বাড়ীতে গিয়ে তার মাকে জানালে এবং স্থানীয় ব্যক্তিদের মাঝে জানাজানি হলে শালিসী বৈঠকের মাধ্যমে সমাধানের আশ্বাস দেওয়া হয়। মামলার বাদী স্কুলছাত্রীর মা কোমেলা খাতুন জানান, আমার মেয়েকে ধর্ষণ করায় গত ৪ অক্টোবর আমি মামলার আবেদন করেছি। এবং আদালতের বিচারক মামলার আবেদনটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)কে তদন্তের নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে মানিকহাট ইউপি চেয়ারম্যান ও অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শফিউল ইসলাম জানান, বুধবার(১২ অক্টোবর) বিদ্যালয় পরিচালনা কমিটির সকল সদস্য ও শিক্ষকমন্ডলী মিটিং করে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা হবে। তবে অভিযুক্ত ইউসুব খাঁ তার বিরুদ্ধে ধর্ষষের অভিযোগটি সত্য নয় বলে দাবী করেছেন।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।
Leave a Reply