জাতীয় ছাত্র সমাজ,শেরপুর জেলা শাখার প্রতিনিধি সভা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টারঃ
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্নের সুখী সমৃদ্ধ সোনার বাংলা বাস্তবায়নে ছাত্র নেতৃত্বকে শক্তিশালী করণে
জাতীয় ছাত্র সমাজের আগামী কাউন্সিল সফল করতে বিভিন্ন উপজেলা জাতীয় ছাত্র সমাজের কাউন্সিল প্রস্তুতি সভা করছে জাতীয় পার্টির অন্যতম সংগঠন জাতীয ছাত্র সমাজ। এরই লক্ষে জাতীয় ছাত্র সমাজ শেরপুর জেলা শাখার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে

মঙ্গলবার (১১অক্টোবর) বিকালে শেরপুর জেলা জাতীয় পার্টি কার্যালয়ে জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আল মামুন হোসেন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা,শেরপুর জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব ইলিয়াস উদ্দিন চেয়ারম্যান।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক টিমের আহবায়ক মোঃ শরীফ উদ্দিন।

বিশেষ বক্তাঃ এইচ এম সারোয়ার,সদস্য জাতীয় ছাত্র সমাজ, প্রতিনিধি সভায় জাতীয় ছাত্র সমাজের আগামী ১৯ নভেম্বর কাউন্সিল সফল করতে বিভিন্ন উপজেলা জাতীয় ছাত্র সমাজের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর জেলা জাতীয় পার্টির সহ সভাপতি মোঃ হারুন,যুগ্ন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন সিদ্দিকী,সাংগঠনিক সম্পাদক এস এম আশরাফ, কাজী শাহ নেওয়াজ শাহীন প্রমুখ।এছাড়াও সভায় জেলা জাতীয় পার্টি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *