May 13, 2025, 2:12 pm
কেশবপুর প্রতিনিধিঃ কেশবপুরে জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদপ্রার্থী আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম খান ৭অক্টোবর বিকেলে কেশবপুর প্রেসক্লাবের হলরুমে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত যশোর জেলা পরিষদ নির্বাচনে তিনি ৮ নম্বর কেশবপুর ওয়ার্ড থেকে ঘুড়ি প্রতীক নিয়ে সদস্য পদে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। মতবিনিময় সভায় নজরুল ইসলাম খান বলেন, তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ছিলেন। আওয়ামী লীগের রাজনীতির পাশাপাশি তিনি সাহিত্য চর্চা করে থাকেন। বর্তমানে পাঁজিয়া সম্মিলিত সাহিত্য সংসদের সভাপতির দায়িত্বে রয়েছেন। মানুষের কল্যাণে কাজ করার জন্য তিনি জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রার্থী হয়েছেন। তিনি এ পদে নির্বাচিত হলে সকলের সঙ্গে সমবন্টনের ভিত্তিতে সমঝোতার মাধ্যমে উন্নয়নমূলক কাজ করতে চান। সদস্য পদে তার প্রতিদ্বন্দ্বী আরও ৬ জন প্রার্থী রয়েছেন। জেলা পরিষদ নির্বাচনে কেশবপুরে ভোটার রয়েছেন ১৫৯ জন।