বি এম মনির হোসেনঃ-
বরিশালের আগৈলঝাড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুই বালু ব্যবসায়িকে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালতের বিচারক। আদালত সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামে অবৈধ ড্রেজার দিয়ে আবাদী জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন সুজন সরদার ও মনির সরদার নামে দুই বালু ব্যবসায়ী। এঘটনায় স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে পরে বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন আদালত অভিযান চালিয়ে অবৈধ ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে উত্তর শিহিপাশা গ্রামের সুলতান সরদারের ছেলে সুজন সরদার (২৫) এবং কালুপাড়া গ্রামের মজিবর সরদারের ছেলে মনির সরদার (২৪)কে ‘‘বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ২০১০ এর ১৫ ধারায় ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তদের শুক্রবার সকালে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply