May 13, 2025, 6:05 am
মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।
লালমনিরহাটের হাতীবান্ধা থানার বিশেষ অভিযান চালিয়ে গোতামারী ইউনিয়নের দইখাওয়া মৌজার হতে অটো ও গাঁজাসহ ১জন কে গ্রেফতার করেন হাতীবান্ধ থানার পুলিশ।
লালমনিরহাটের হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ ওসি শাহা আলম, এর নেতৃত্বে
এসআই/মোঃ শামসুল হক, এএসআই মোঃ ফারুক হোসেন,ও সঙ্গীয় ফোর্স সহ হাতীবান্ধা থানাধীন গোতামারী ইউনিয়নের দইখাওয়া মৌজার জনৈক মোঃ আজিজুল হক কাজী এর বসতবাড়ী সামনে দইখাওয়া বাজার হইতে আমজোল লাল স্কুল গামী পা্ঁকা রাস্তার উপর হতে ১০ (দশ) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও একটি অটো ইজিবাইক উদ্ধার সহ লেবু মিয়া (২৬), নামের এক জন কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামী হলেন মোঃ লেবু মিয়া (২৬), পিতা-মোঃ আজগর আলী, সাং-মুসরত মাদাতী রবির গোল (৮ নং ওয়ার্ড), থানা- কালীগঞ্জ, জেলা –লালমনিরহাট। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে হাতীবান্ধা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন একটি মামলা হয়।
লালমনিরহাটের হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহা আলম,জানান গোপন সংবাদের ভিত্তিতে গোতামারী ইউনিয়নের দইখাওয়া মৌজার হতে অটো ও ১০কেজি গাঁজাসহ ১জন কে গ্রেফতার করেন হাতীবান্ধ থানার পুলিশ।
হাসমত উল্ল্যাহ।