বিভিন্ন জেলার পূজা মন্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি

বি এম মনির হোসেনঃ-

শারদীয় দুর্গাপূজা ২০২২ উদযাপন উপলক্ষে বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান পূজামণ্ডপ পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময়। শারদীয় দুর্গোৎসব ২০২২ উদযাপন উপলক্ষে পুজা মন্ডপের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বিক নিরাপত্তার বিষয়ে পর্যবেক্ষণের জন্য বরিশাল রেঞ্জাধীন সকল জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পুজা মন্ডপ পরিদর্শন করেন এস এম আক্তারুজ্জামান ডিআইজি বাংলাদেশ পুলিশ বরিশাল রেঞ্জ বরিশাল। রেঞ্জ ডিআইজি বরিশাল রেঞ্জ পুলিশের পক্ষ থেকে সকলকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান। তিনি হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এই উৎসবে হিন্দু সম্প্রদায়ের লোকদের শতভাগ নিরাপত্তার মধ্য দিয়ে তাদের ধর্মীয় আচার পালনের নিশ্চয়তা প্রদান করেন। ডিআইজি আরো বলেন, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ইত্যাদি সকল ধর্মের অনুসারী মিলে আমরা আমাদের দেশটাকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবো। রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামানের পূজামণ্ডপ পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময়ের সময়
পুলিশ সুপারগণ , পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *