May 13, 2025, 7:32 am
আব্দুল আউয়াল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়ায়
বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা এডভোকেট তালুকদার মোঃ ইউনুস বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশ বির্নিমাণে বদ্ধপরিকর। তাই শারদীয় দুর্গোৎসবে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সবাইকে সম্মিলিতভাবে শপথ নিতে হবে যে, সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত ও প্রতিরোধের পাশাপাশি বাংলার মাটি থেকে নির্মূল করার। শারদীয় দূর্গোৎসব উপলক্ষে গতকাল ৪অক্টোবর মঙ্গলবার মহানবমীতে বানারীপাড়া উপজেলার ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপে পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন। এসময়ে সঙ্গে ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌরসভার মেয়র এডভোকেট সুভাষ চন্দ্র শীল, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা, সাধারণ সম্পাদক মাওলাদ হোসেন সানা। এছাড়াও অন্যান্যদের মধ্যে ছিলেন সলিয়াবাকপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান মাস্টার,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, উদয়কাঠি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মামুনুর রশিদ স্বপন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উজিরপুর উপজেলার সভাপতি কামরুল হাসান নাসিম মোল্লা, বানারীপাড়া উপজেলা সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোল্লা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ সুলতান হোসেন মীর, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন মল্লিক, পৌর শ্রমিকলীগের সভাপতি আবুল কালাম সহ বানারীপাড়া উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি, সম্পাদক, সদস্য, নেতৃবৃন্দ,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউপি সদস্যরা সঙ্গে ছিলেন।
আব্দুল আউয়াল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।