বানারীপাড়ায় গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগে ৪ বীমা কর্মকর্তাকে বরখাস্ত ও লিগ্যাল নোটিশ

এস মিজানুল ইসলাম, বিশেষ সংবাদদাতঃ বানারীপাড়ায় গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগে ৪ বীমা কর্মকর্তাকে রূপালী লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম কিবরিয়া বরখাস্ত করেছেন। অর্থ আত্মসাতের অভিযোগে রখাস্তকৃতরা হলেন, বানারীপাড়া সার্ভিস সেলের ইনচার্জ জেনারেল ম্যানেজার মোঃ মিজানুর রহমান, ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ ইনজামুল হক পিয়াল, সান্তানু আক্তার এবং সহকারী জেনারেল ম্যানেজার মোঃ মনিরুজ্জামান খোকন এ চারজন মোট ১৪ লাখ ৫৯ হাজার ৭৪১ টাকা আত্মসাৎ করেছেন।

এদের মধ্যে শান্তানু এবং খোকন স্বামী -স্ত্রী। বানারীপাড়া সার্ভিস সেলের ইনচার্জ সাবেক জেনারেল ম্যানেজার মোঃ মিজানুর রহমান সহ চার জনকে কোম্পানিকে ৭ কার্য দিবসের মধ্যে অর্থ পরিশোধ করার জন্য লিগ্যাল নোটিশ প্রদান করেছে রূপালী লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড। অপর দিকে বরখাস্তকৃতরা রুপালী লাইফ ইনসিওরেন্সের গ্রাহক এবং কোম্পানির আর্থিক ক্ষতির জন্য বানারীপাড়া রূপালীর অফিসের পাশেই যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানির অফিস নিয়েছে। তাদের বিরুদ্ধে আরো অভিযোগ রূপালী লাইফ ইনসিওরেন্স থেকে কোনরকম ছাড়পত্র ছাড়াই তারা যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানিতে যোগদান করেন। রূপালী লাইফ ইনসিওরেন্স কোম্পানির গ্রাহকদের ভুল বুঝিয়ে তাদের প্রিমিয়াম নিয়মিত রূপালীতে জমা না দিয়ে গ্রাহকদের আর্থিক ক্ষতি করছে। বানারীপাড়া থানায় এ বিষয়ে অভিযোগ করেছেন রূপালী কোম্পানির পক্ষে বরিশাল বিভাগীয় ইনচার্জ মোঃ শাহীন মাহমুদ মাসুম। রূপালি কর্তৃপক্ষ জানান, বরখাস্তকৃতরা গ্রাহকদের ৩/৪ টি প্রিমিয়াম আদায় করে । অথচ ওই অর্থ রূপালীতে জমা না দিয়ে যমুনা লাইফে জমা দিয়ে রূপালির আর্থিক ক্ষতি করছে।
এদিকে বরখাস্তকৃতদের বিরুদ্ধে রয়েছে আরো নানাবিধ অভিযোগ। এর মধ্যে মোঃ মিজানুর রহমান ইতিপূর্বে হোম ল্যান্ড লাইফ, নাইজ সমবায় সমিতির গ্রাহকদের অভিযোগে নাইজ সমিতিকে উপজেলা সমবায় কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে। এখন ও অনেক পাওনাদার গ্রাহক বিভিন্ন জনের কাছে ধরনা দিচ্ছেন।

এ ব্যাপারে অভিযুক্ত রূপালী লাইফের সাবেক জিএম বর্তমান যমুনার জুনিয়র সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান বলেন, আমাদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের যে অভিযোগ করা হয়েছে তা সঠিক নয়। ইতিমধ্যে আমার বিরুদ্ধের লিগ্যাল নোটিশের জবাব আমাদের আইনজীবীর মাধ্যমে দেয়া হয়েছে । গত দেড় দু বছরের গ্রাহকদের প্রিমিয়ামের অর্থ আমাদের কাছে ছিল। অনেক গ্রাহকদের বুঝিয়ে যমুনায় তাদের অর্থ জমা দেয়া হয়েছে। বর্তমানে ২৫ জনের মতো গ্রাহকের প্রিমিয়ামের অর্থ রয়েছে যা শ্রীঘ্রই সমাধান করবো।

এ বিষয়ে যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের অতিরিক্ত মহা পরিচালক মোঃ কমারুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন, রূপালী লাইফের বরখাস্তকৃতদের যমুনা লাইফে নিয়োগ দেয়া হয়নি। তাদেরকে অফার লেটার দেয়া হয়েছে। বেতনভূক্ত কর্মকর্তা হলে বিগত কর্মস্থলের ছাড়পত্র দিতে হবে। তারা কমিশন ভিত্তিতে কাজ করছে। গ্রাহকদের কোন ক্ষতি করলে তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে।#

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *