January 15, 2025, 1:06 pm
এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগর পৌরসভা সহ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির,পাবনা জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আব্দুর রহিম পাকন, সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও পৌর মেয়র রেজাউল করিম রেজা। সোমবার রাতে তাঁরা পৌর বাজারপূজা মন্ডপ সহ উপজেলার বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন । এ সময় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুবোধ কুমার নটো, আ.লীগ নেতা মনিরুল ইসলাম তরুণ,এন এ কলেজের সহকারী অধ্যাপক আবুল হাশেম, সুজানগর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, পৌর কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন,মুশফিকুর রহমান সাচ্চু,জায়দুল হক জনি,জাকির হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি এস এম সোহাগ ও এন এ কলেজ ছাত্রলীগের সভাপতি রেদোয়ান নয়ন সহ স্থানীয় হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।