ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।।
পাইকগাছায় টাকা চাওয়াকে কেন্দ্র মারপিটে জামাইয়ের কান ছিড়ে বিচ্ছিন্ন ও শ্বাশুড়ির হাতের শিরা কেটে জখমের ঘটনা ঘটেছে। পুলিশ আহত জামাই-শ্বাশুড়িকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য দু’জনকে খুমেক হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়েছেন। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে গদাইপুর ইউপির চেঁচুয়া গ্রামে।
চেঁচুয়া গ্রামের আছির উদ্দীনের ছেলে ক্ষুদ্র ফল ব্যবসায়ী আঃ কুদ্দুস (৩৫) গাজী জানান, ৬ নং কয়রার গ্রামে তার শ্বশুর বাড়ী। আমার শ্বাশুড়ি হাফিজা (৫০) টাকার জন্য বাড়ীতে এসে পিড়াপিড়ি করছিল। ইতোপুর্বে মেঝ শ্যালককে মামলা থেকে জামিনের জন্য ৩ হাজার টাকা ধার দিয়েছিলাম। বর্তমানে আরোও এক শ্যালক ভারতে আটক থাকায় শ্বাশুড়ি পুনরায় টাকা চায়। আমি টাকা দিতে অস্বীকার করায় ঝগড়া হলে রবিবার দুপুরে শ্বশুর মোছা মোড়ল আমার বাড়িতে আসে। বিকেলে পাইকগাছা থেকে বাড়ীতে প্রবেশের মুহুর্তেই টাকা নিয়ে বিরোধ দেখা দেয়। পুলিশ জানিয়েছে, ঘটনার সময় দু’জনের বাকবিতন্ডায় জেরে শ্বাশুড়ি জামাইয়ের বাম কানে কামড় দিয়ে নিছের অংশ ছিড়ে ফেলে জখম করেছেন। আর জামাই কান রক্ষা করতে গিয়ে শ্বাশুড়ির ডান হাতে কামড়ে জখম করেছেন। থানার এসআই কােেয়স জানান, মারপিটে আহত জামাই-শ্বাশুড়িকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। কর্তব্যরত চিকিৎসক জানান,একজনের কান ছিড়ে গেছে ও অপর জনের হাত কেটে জখম হয়েছে। উন্নত চিকিৎসার জন্য দু’জনকে খুমেক হাসপাতালে ভর্তির জন্য বলা হয়েছে।
পাইকগাছায় মারপিটে জামাইয়ের কান কামড়িয়ে কেটে নিল শ্বাশুড়ি -শ্বাশুড়ির হাত কামড়ালো জামাই

Leave a Reply