বিরামপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

‘চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় উৎপাদনশীলতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২২ পালিত হয়েছে।

রবিবার (২ অক্টোবর) দুপুরে দিবসটি উপলক্ষে একটি র‍্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে, উপজেলার কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার।

এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মেসবাউল ইসলাম, মহিলা ভাইস-চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, স্বাস্থ্য কর্মকর্তা ডা: শ্যামল কুমার রায়, কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিকছন চন্দ্র পাল, সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলাম, মৎস্য কর্মকর্তা কাওসার আলী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিনারা বেগম, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নওয়াবুর রহমান ও বিরামপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ফরিদ হোসেন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টার প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত করতে হলে কৃষি, শিল্প ও সেবাসহ প্রতিটি ক্ষেত্রে উৎপাদনশীলতা বৃদ্ধি অপরিহার্য। এ লক্ষ্যে সরকারের পাশাপাশি দেশের বেসরকারি সকল শিল্প ও সেবা প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। র‍্যালি ও আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, উদ্যোক্তা ও সুধীজনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

জাকিরুল ইসলাম জাকির
বিরামপুর, দিনাজপুর।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *