May 13, 2025, 12:19 pm
এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের ৩টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক কিশোরীদের অংশগ্রহণে কন্যা শিশু দিবস উদযাপন করা হয়েছে।
২ অক্টোবর রবিবার বিকেলে গুড নেইবার বাংলাদেশ কালাই সিডিপি নামে একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে অভিভাবক ও কন্যা শিশুদের মাঝে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে এই দিবসটি উদযাপন করা হয়েছে।
সংস্থার কালাই সিডিপি’র ম্যানেজার শারমিন নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবানা আক্তার।
সংস্থার সহকারী ম্যানেজার জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান, সংস্থার এডমিন অফিসার আসমান আলী ও হেল্থ অফিসার মরিয়ম ইয়াছমিন।
দিবসটি উদযাপনে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের মাঝে খাবার পরিবেশন করে গুড নেইবারস বাংলাদেশ।