January 15, 2025, 12:09 pm
বায়জিদ হোসেন, মোংলাঃ
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উৎসব উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও পিডিএম ফাউন্ডেশনের চেয়ারম্যান দিপংকর মৃধা দিপু’র ব্যক্তিগত তহবিল থেকে মোংলা উপজেলার ৩৪ টি পূজা মণ্ডপে নগদ অর্থ প্রদান করা হয়েছে। শনিবার ও রবিবার প্রর্যায়ক্রমে ৩৪ টি মন্ডপের সভাপতি / সাধারণ সম্পাদকের হাতে এ অর্থ সহায়তা প্রদান করা হয়। এর মধ্যে মোংলা উপজেলা কেন্দ্রীয় মন্দির, আরাজী মাকঢ়ঢোন দুর্গাপূজা মন্দির, মালগাজী দুর্গাপূজা মন্দির, কানাইনগর দুর্গাপূজা মন্দির, কালিকাবাড়ি দুর্গাপূজা মন্দির, দিগরাজ বাজার দুর্গাপূজা মন্দির, দিগরাজ হালদার বাড়ি দুর্গা মন্দির, বিদ্যারবাহন দুর্গাপূজা মন্দির, পৌর শহরের শেলাবুনিয়া দুর্গাপূজা মন্দির, উত্তর বুড়িরডাঙ্গা ম্যাটপাড়া, দুর্গাপূজা মন্দির, দেওয়ানেরকুল গোলদার বাড়ি দুর্গাপূজা মন্দির, ভাটারাবাদ পুর্বপাড়া দুর্গাপূজা মন্দির, বুড়িরডাঙ্গা দক্ষিণ পাড়া দুর্গাপূজা মন্দির, বৈরাগীখালী দুর্গাপূজা মন্দির, বৈরাগীখালী মহুমূখী দুর্গাপূজা মন্দির, সানবান্ধা দুর্গাপূজা মন্দির, চাঁপড়া দুর্গাপূজা মন্দির, জয়খাঁ সাইক্লোন সেল্টার দুর্গাপূজা মন্দির, জয়খাঁ মিষ্টি পুকুরপাড় দুর্গাপূজা মন্দির, আমড়াতলা দুর্গাপূজা মন্দির, দত্তেরমেঠ পঞ্চগ্রাম দুর্গাপূজা মন্দির, খাসেরডাংগা দুর্গাপূজা মন্দির, নিতাখালী দুর্গাপূজা মন্দির, চৌরিডাঙ্গা ঠাকুরবালা বাড়ির দুর্গাপূজা মন্দির, দামেরখন্ড দুর্গাপূজা মন্দির, চটেরহাট দুর্গাপূজা মন্দির, দক্ষিণ হলদিবুনিয়া দুর্গাপূজা মন্দির, মধ্য হলদিবুনিয়া দুর্গাপূজা মন্দির, বালুরমোড় দুর্গাপূজা মন্দির, আমতলা দুর্গাপূজা মন্দির, জয়মনি নাগের পুকুর দুর্গাপূজা মন্দির, উত্তর জয়মনি দুর্গাপূজা মন্দির, এবং মধ্য হলদিবুনিয়া প্রমেনন্দ বাড়ি দুর্গাপূজা মন্দির এবং শ্রীধাম লক্ষ্মীখালী সাধুর বাজার সার্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্দিরে। এ সময় পিডিএম ফাউন্ডেশনের সদস্য তুহিন শিকদার, সজিব মন্ডল এবং অনিক মন্ডল উপস্থিত থেকে এ সব মন্দির কমিটির সভাপতি / সম্পাদকের হাতে এ অর্থ সহায়তা প্রদান করেন। এ সময় তারা পিডিএম ফাউন্ডেশনের চেয়ারম্যান দিপংকর মৃধা দিপু’র উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, এই অঞ্চলের গর্বিত সন্তান দিপংকর মৃধা। অতীতে ও দেখেছি করোনা প্রাদুর্ভাবের সময় তার অবদান ছিলো প্রশংসনীয়। তা ছাড়া মনবিক দিক থেকে একজন উদর মনের মানুষ তিনি, এক কথায় সাদা মনের মানুষ এই দিপু মৃধা। আমরা তার সর্বদা তার সাফল্য কামনা করি।