May 13, 2025, 6:39 am
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি ঃ
জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন পাথরঘাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ কামরুল হাসান।
বরগুনা জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান আয়োজিত বোর্ডে সাক্ষাৎকার শেষে কামরুল হাসানকে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে ঘোষণা করেন । এর আগে শিক্ষা পদক ২০২২’র বাছাইপর্বে ক্লাস্টার পর্যায়ে শ্রেষ্ঠ সহকারি শিক্ষক হিসেবে নির্বাচিত হন তিনি। এরপরে পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, উপজেলা নির্বাহি অফিসার সুফল চন্দ্র গোলদার, শিক্ষা কর্মকর্তা টিএইচ শাহআলম সহ বাছাই বোর্ডের সদস্যগন পাথরঘাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুল হাসানকে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নাম ঘোষণা করেন।
সর্বশেষ ২৭ সেপ্টম্বর বরগুনা জেলা প্রশাসক জেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে মোঃকামরুল হাসানের নাম ঘোষনা করেন।
উল্লেখ্য, তিনি ২০১৯ সালেও শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন#
অমল তালুকদার।