January 15, 2025, 10:02 am
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছায় কবি ও কবিতা বিষয়ক সংকলন “ধুলোবালি” এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের আয়োজনে ৩০ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১১ টায় পাইকগাছার নতুন বাজারস্থ সংগঠনের কার্যালয়ে “ধুলোবালি” এর মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসবে সভাপত্বি করেন সংগঠনের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছড়াকার এ্যাড. শফিকুল ইসলাম কচি।বিশেষ অতিথি ছিলেন, তালা থানার এস আই সুব্রত দেবনাথ। সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি মাধুরী রাণী সাধুর উপস্থাপনায় বক্তৃতা করেন, মোড়ল কওসার আলী, সুশান্ত বিশ্বাস, লুৎফর রহমান, অসিম রায়, প ানন সরকার, সমিরণ কুমার ঢালী, রোজী সিদ্দিকী,
আক্তার হোসেন, রানী খাতুন, রাবেয়া আক্তার মলি, অভিজিত রায় প্রমুখ। “ধুলোবালি” এর ৫ম সংখ্যা প্রকাশিত হলো।