মহালছড়িতে পূজা মন্ডপের জন্যে আর্থিক সহায়তা প্রদানে সেনাবাহিনী

(রিপন ওঝা,মহালছড়ি)

খাগড়াছড়ি রিজিয়নে মহালছড়ি সেনা জোনের আওতাধীন মাইসছড়ি শ্রী শ্রী জগন্নাথ মন্দির ও যাদুরামপাড়া শ্রী শ্রী শারদীয় দূর্গাপূজা আজ ১লা অক্টোবর হতে দূর্গোৎসব শুরু হয়েছে।

উক্ত আর্থিক অনুদান মাইসছড়ি শ্রী শ্রী জগন্নাথ মন্দির পূজা উদযাপন পরিষদের সভাপতি জনাব সুদত্ত কর্মকার এবং যাদুরাম পাড়া শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপন কমিটির সভাপতি জনাব অরুন কান্তি ত্রিপুরা গ্রহণ করেন।

উক্ত অনুষ্ঠানে শারদীয় দুর্গাপূজা হিন্দু ধর্মাবলম্বীদের একটি প্রধান উৎসব। এই উৎসব টি ০১ অক্টোবর ২০২২ তারিখ হতে শুরু হয়ে ০৫ অক্টোবর ২০২২ তারিখ পর্যন্ত দেশব্যাপী যথাযথ ভাবগাম্ভীর্যের সাথে পালিত হচ্ছে। (০১-০৫) পর্যন্ত জাকজমক ধর্মীয় বিশ্বাসের আনুষাঙ্গিক কার্যক্রম সম্পন্ন করে ০৬ অক্টোবর প্রতিমা বিসর্জনের বিদায় দেয়া হবে।

সুষ্ঠুভাবে শারদীয় দূর্গাপূজা উদযাপনের জন্য ইতিমধ্যে অত্র জোনের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে মহালছড়ি জোনের পক্ষ থেকে জানানো হয়। এছাড়া অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সাথে সমন্বয় পূর্বক পূজা মন্ডপ ও আশেপাশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

মন্দির কর্তৃপক্ষকে মন্দির এবং পূজার সার্বিক উন্নয়নের জন্য আর্থিক সহায়তা প্রদানের বিশেষ মুহুর্তে মহালছড়ি জোন অধিনায়কের পক্ষে ক্যাপ্টেন রাফাত হাসনাইন জুবেরী উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *