August 6, 2025, 11:59 am
মোংলা প্রতিনিধি
দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি এখন সার্বজনীন উৎসব। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ‘ধর্ম যার যার, উৎসব সবার’- এ মন্ত্রে উজ্জীবিত হয়ে বাংলাদেশে আমরা সব ধর্মীয় উৎসব একসঙ্গে পালন করি। আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করা হয়েছে। বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি। বর্তমান আওয়ামী লীগ সরকার জাতি-ধর্ম-বর্ণ-গোষ্ঠী নির্বিশেষে সবার উন্নয়ন করে যাচ্ছে। সব ধর্মের মানুষ সমভাবে উন্নয়নের সুফল উপভোগ করছে।
অসাম্প্রদায়িক চেতনাকে সমুন্নত রেখে আমরা ঐক্যবদ্ধভাবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলি।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে মোংলা উপজেলার দক্ষিণ চাঁদপাই সর্বজনীন দুর্গপুজা উদ্বোধন অনুষ্টানে প্রধান অতিথির বক্তৃতায় ইউপি চেয়ারম্যান মোল্লা মোঃ তরিকুল ইসলাম এ কথা বলেন। চেয়ারম্যান বলেন, স্বাধীনতার পর থেকে এই মন্দিরে এই প্রথম দূর্গাপূজা অনুষ্টিত হচ্ছে, যাদের অক্লান্ত প্রচিষ্ঠায় এই শারদীয় উসৎব সফল হতে যাচ্ছে তাদের ধন্যবাদ জানাই। বিশেষ করে দিপু মৃর্ধার কথা না বললে নয়, এই অঞ্চলের গর্বিত সন্তান দিপু মৃর্ধা, তার অক্লান্ত প্রচেষ্টায় এ উসৎব অনুষ্টিত হচ্ছে। অতীতে ও দেখেছি করোনা প্রাদুর্ভাবের সময় তার অবদান ছিলো প্রশংসনীয়। তা ছাড়া মনবিক দিক থেকে একজন উদর মনের মানুষ তিনি, এক কথায় সাদা মনের মানুষ এই দিপু মৃধা। আমি তার সর্বদা সাফল্য কামনা করি। এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা রাখেন মোংলা উপজেলা যুবলীগের ক্রিড়া সম্পাদক মো. দুলাল ফকির, দক্ষিণ চাঁদপাই সর্বজনীন দুর্গপুজা উদযাপন কমিটির সভাপতি শংকর মন্ডল, হেলাল ফকির, প্রমূখ। পরে পিথা কেটে অনুষ্টানিক ভাবে উদ্বোধন করেন চেয়ারম্যান মোল্লা মোঃ তরিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, দীপঙ্কর মৃধার মাতা সুষমা মৃধা, স্বর্গীয় বাবুরাম মৃধার স্ত্রী (ভূমি দাতা) বিরাজি মৃধা, তুহিন মন্ডল, সজিব মন্ডল সহ কমিটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ।