February 5, 2025, 4:57 pm
মো;বাবুল হোসেন পঞ্চগড় জেলা প্রতিনিধি ; পঞ্চগড়ে কলেজ শিক্ষার্থী এক সন্তানের জননী পরকীয়া প্রেমিকা মমতাজ কলেজ শিক্ষার্থী রানার পরকীয়া প্রেম গত কয়েকদিন ধরে স্থানীয়ভাবে ইউপি সদস্যদের মাধ্যমে টাকার বিনিময় বনিবনা না হোয়াই না হওয়ার দরুনে
অবশেষে অবশেষে মামলা দায়ের করলেন মমতাজ তারপর কিয়া প্রেমিক রানার বিরুদ্ধে
প্রথমে দুই হাজার টাকার ধার ও একটি মোবাইল দিয়ে শুরু হয় বাড়িতে যাওয়া আসা ঢলো পাড়া হাড়িভাসা ইউনিয়নের আজিজুলের স্ত্রী মমতাজ লক্ষ লক্ষপতি পাড়া গ্রামের আমিরুল ইসলামের কলেজ পড়ুয়া সন্তান রানা
সেই থেকে প্রেম পরিণয় এক পর্যায়ে শারীরিক সম্পর্ক পর্যন্ত গড়িয়ে যায় স্থানীয় এলাকাবাসী বিষয়টি টের পেয়ে একাধিক শালিশ দরবার করেও লাভ না হয় অবশেষে প্রেমিকের বিরুদ্ধেপ্রেমিকা বাদী হয়ে ৯/১/২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ আইনে মামলা দায়ের করে পঞ্চগড় সদর থানায় মামলা নং ৫০ তাং ২৮/৯/২০২২
এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল লতিফ মিয়া মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।