আক্কেলপুরে ফেন্সিডিলসহ ছাত্রলীগ নেতা আটক

রিদয় হোসেন(সদর জয়পুরহাট)প্রতিনিধিঃ

জয়পুরহাট আক্কেলপুরে অভিযান চালিয়ে আক্কেলপুর এমআর কলেজের কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুন্নাকে (২৩) আটক করেছে আক্কেলপুর থানা পুলিশ

বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে আক্কেলপুর দক্ষিণ পাড়া এলাকার গ্রামের মুন্না কে অভিযান চালিয়ে আটক করা হয়।

পুলিশ জানায় জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থটনারস্তান গাড়িতে অভিযান চালিয়ে মুন্নাকে আটক করা হয়।

এসময় তার শরীর তল্লাশি করে ৮ পিস ফেন্সিডিল উদ্ধার করা হয়। মুন্না ওই এলাকায় দীর্ঘদিন ধরে মাদক সরবরাহ করতেন বলে জানা গেছে। ঘটনাস্থলে মুন্না তার ব্যবহিত মটরসাকেল ও তার সহযোগীতাদের কথা বললেও মটরসাকেল ও তার সহযোগীদের আটক করেনি পুলিশ।

মুন্নাকে আটকের সময় তার ব্যবহারতি মোটরসাইকেল আরও মাদক ছিলো এবং মুন্নার গাড়িটি সিজার লিষ্ট করা হয় নিবতমান গাড়িটি কার জিম্মায় আছে মুন্নাকে আটকের সময় গাড়িতে মাক বহনের সহযোগী কিভাবে ছারা পেলো বিষয়টি উদ্ধতম কৃতিপক্ষের দূষ্টি আকষন করছে বিভিন্ন মহল৷

এবিষয়ে আক্কেলপুর থাবার ভারপ্রপ্ত ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, মুন্নাকে ৮ পিচ ফেন্সিডিল সহ আটক করা হয় তার বিরুদ্ধে মাদক আইনি মামলা হয়েছে এবং তাকে কারাগারে পাঠানো হয়েছে৷ ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *