October 22, 2024, 4:18 am

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
ভালো কাজের শ্রেষ্ঠ পুরষ্কার পেলেন ওসি শফিকুল ইসলাম খান সুজানগরের সাগরকান্দিতে বিএনপির দু’গ্রুপের সহিংসতা এড়াতে ১৪৪ ধারা জারি সাংবাদিকতার নাম করে অপসাংবাদিকতা করলে কাউকে ছাড় দেওয়া হবে না নড়াইলে জামিনে বেরিয়ে মামলা তুলে নিতে বাদীকে হত্যার হুমকির অভিযোগ নড়াইলে ঘরে ঢুকে হিন্দু স্কুল শিক্ষিকা সবিতা রাণী বালাকে হ*ত্যা ত্রিশাল দলিল লিখক সমিতি নির্বাচনে সাইকেল প্রতীক নিয়ে ফের সভাপতি হতে পারে শরীফ হরিপুর কুলিক নদীতে ডুবে যাওয়া বাংলাদেশী নাগরিকের লা*শ ২২ পর ফেরত দিলো বিএসএফ কাজিরহাট -আরিচা নৌ-রুটে স্পীডবোট চলাচল বন্ধ, বাড়ছে জনদুর্ভোগ! পঞ্চগড়ে আবাসিক হোটেল থেকে ম্যানেজারের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঝিকরগাছায় সেবা সংগঠনের উদ্যোগে স্বল্প মূল্যে ডিম বিক্রি শুরু
নৌকাডুবি নিহতের পরিবারে জামাতে ইসলামির ২১লক্ষ্য ৭০হাজার আর্থিক সহায়তা প্রদান

নৌকাডুবি নিহতের পরিবারে জামাতে ইসলামির ২১লক্ষ্য ৭০হাজার আর্থিক সহায়তা প্রদান

মোঃ বাবুল হোসেন পঞ্চগড়;
পঞ্চগড় জেলার বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় নিহত ব্যক্তিদের পারিবারকে সান্তনা ও আর্থিক সহায়তা প্রদান করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী।

২৮ সেপ্টেম্বর (বুধবার) সকাল ১১.৩০ মিনিটে পঞ্চগড় জেলার বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নে করতোয়া নদীতে নৌকাডুবিতে প্রাণহানির ঘটনাস্থল পরিদর্শন এবং বোদা ও দেবীগঞ্জ উপজেলার নিহতের স্বজনদের সাথে সাক্ষাৎ ও নগদ ২১ লক্ষ ৭০ হাজার টাকা আর্থিক সহায়তা করেছেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও পঞ্চগড় জেলা আমীর মাওলানা ইকবাল হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আবদুল হালিম, পঞ্চগড়- ০১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও পঞ্চগড় সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল খালেক, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল হাকিম, পঞ্চগড় জেলা সেক্রেটারী মাওলানা দেলোয়ার হোসেন, পঞ্চগড়- ০২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, পঞ্চগড় জজকোর্টের বিশিষ্ট সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আজিজুল ইসলাম ও বোদা উপজেলার সাবেক চেয়ারম্যান মোঃ সফিউল্লাহ সুফি, নীলফামারী জেলা জামায়াতে ইসলামীর মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য আব্দুল কাদিম, পঞ্চগড় জেলা জামায়াতের অফিস বিভাগীয় সেক্রেটারি মাওলানা আবু বকর সিদ্দিক, বোদা উপজেলা জামায়াতের আমীর আব্দুল বাছেত, দেবীগঞ্জ উপজেলা জামায়তের আমীর আবুল বাশার বসুনিয়া সহ ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলা ও স্থানীয় দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে নৌকাডুবির ঘটনার নিহত স্বজনদের সমবেদনা জানিয়ে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেন, আমরা আপনাদের মায়ার টানে চলে এসেছি। আজ থেকে আমরা আপনাদের পরিবারের সদস্য হয়ে গেলাম। আমরা আপনাদের সাথে আছি এবং এখন থেকে আপনাদের সুখে দুখে আমরা আপনাদের পাশে থাকার চেষ্টা করবো।

নৌকাডুবির ঘটনায় বোদা ও দেবীগঞ্জ উপজেলার ৬৯ নিহত ও ৩টি নিখোঁজ পরিবারকে মোট নগদ ২১ লক্ষ ৭০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় নিহত ব্যক্তিদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের শান্তনা প্রদান করেন নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD