জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আব্দুল বাছেদ, সহকারী শিক্ষক মনিরুল ইসলাম রনি

আনোয়ার হোসেন।
স্বরূপকাঠি উপজেলা সংবাদদাতা //

পিরোজপুর জেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বাছাই-২০২২ এ শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ ক্যাটাগরী) নির্বাচিত হয়েছেন জনাব মোঃ আব্দুল বাছেদ, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ ক্যাটাগরী) নির্বাচিত হয়েছেন জনাব মোঃ মনিরুল ইসলাম রনি। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছি এ তথ্য নিশ্চিত করেছেন।

মোঃ আব্দুল বাছেদ সে নান্দুহার বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং মোঃ মনিরুল ইসলাম রনি সে পশ্চিম কামারকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তারা দ’জনেই উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়ে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা পদক বাছাইয়ে আবেদন করেছিলেন।

মোঃ আব্দুল বাছেদ তার এ সফলতার জন্য প্রথমেই আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। তিনি বলেন, আমার এ সফলতার পিছনে স্কুলের শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী, স্কুল কমিটির সদস্যবৃন্দ পরিবার ও শুভাকাক্সক্ষীদের সহযোগিতা অনুপ্রেরণা রয়েছে। তিনি স্বরূপকাঠি উপজেলা বলদিয়া ইউনিয়নে পঞ্চবেকি গ্রামের মোঃ
মহিউদ্দিন আহম্মেদ এর ছেলে। তার বাবা আলকির হাট আর এ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

অন্যদিকে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মোঃ মনিরুল ইসলাম( রনি) পশ্চিম কামারকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। সে স্বরূপকাঠি উপজেলা সাংবাদিক এম এস বাবুল এর ছেলে। তিনি জানান, আমার সাফল্যের পেছনে আমার সহকর্মী শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থীদের অনুপ্রেরণায় এটা সম্ভব হয়েছে।আমি তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ইলিয়াস হোসেন আকন জানান,জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বাছাই ২০২২” জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হয়েছে মোঃ আব্দুল বাছেদ এবং সহকারী মোঃ মনিরুল ইসলাম রনি তাদের জন্য শুভকামনা রইল। এ ছাড়াও শিক্ষক শিক্ষার্থীরা শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জানিয়েছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *