পাইকগাছায় ১৫৪ টি মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দূর্গাৎসব;নজর পড়ছে জাকজমক পূর্ণ প্যান্ডেলের দিকে

ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।।
আগামী ১ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের পাঁচ দিন ব্যাপী প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।এনিয়ে উপজেলার মন্দির ও পূজা মন্ডপে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। প্রতিমার রং তুলির কাজ,প্রতিমা সাজানো, পূজা মন্দির সাজ সজ্জা করাসহ দর্শনার্থীদের আকৃষ্ট করার জন্য তৈরী করা হয়েছে ইন্ডিয়ার আদলে আকর্শনীয় প্যান্ডেল,সু-সুজ্জিত পূজা মন্ডপের গেটসহ পূজা মন্ডপের আশ-পাশের সব জায়গায় করা হয়েছে বিভিন্ন কালারের লাইটিং এর ব্যাবস্থা।
সনাতন ধর্মাম্বলীদের শারদীয় দূর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয় যাতে কোন বিশৃঙ্খলা না ঘটে সে জন্য উপজেলার প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যাবস্থা। অধিকাংশ পূজা মন্দির গুলোতে স্থাপন করা হয়েছে সি সি ক্যামোরা।প্রতিটি পূজা মন্দিরে সার্বক্ষণিক থাকবেন থানা পুলিশ ও আনসার বাহীনীর সদস্যরা।ইতিমধ্যো থানা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি ইউনিয়নে আসন্ন শারদীয় দূর্গা পূজা শান্তিপূর্ণভাবে সমপন্ন করতে বিট পুলিশিং এর আইন শৃঙ্খলা বিষয়ক ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য এ বছর উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ১৫৪ টি পূজামন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এদিকে সময় যত ঘনিয়ে আসছে ততই মানুষের মাঝে দেখা দিয়েছে পূজার প্রস্তুতি। এর মধ্যে পৌরসভা ৬, হরিঢালী ১৯, কপিলমুনি ১৯, লতা ১৬, দেলুটি ১৭, সোলাদানা ১১, লস্কর ১৬, গদাইপুর ৫, রাড়ুলী ২১, চাদখালী ১২ ও গড়ুইখালী ইউনিয়ানে ১২টি মণ্ডপে পূজার প্রস্ততি চলছে। পূজার মন্ডপগুলোতে চলছে পরিস্কার-পরিচ্ছন্নের কাজ। মন্ডপে মন্ডপে চলছে প্রতীমার রংতুলির কাজ। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাইকগাছা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস জানান, এ বছর উপজেলার ১৫৪টি মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। তার জন্য সব রকম প্রস্তুতি নেয়া হয়েছে। উল্লেখ্য, শারদীয় দুর্গাৎসব ১ অক্টোবর মহাষষ্ঠির মাধ্যমে শুরু হয়ে ৫ অক্টোবর মহাদশমীতে বিসর্জনের মধ্য দিয়ে পূজা সমাপ্তি হবে।

ইমদাদুল হক,
পাইকগাছা,খুলনা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *