ধামইরহাটে শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ সেপ্টেম্বর বিকেল ৪ টায় থানা চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপত্বি করেন ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাম্মেল হক কাজী। সভায় পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল গনি, উপজেলা পূজা পরিষদের সভাপতি বৈদ্যনাথ কর্মকার, সাধারণ সম্পাদক রামজনম রবিদাস, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নিতাই চন্দ্র ধর, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সহ সভাপতি প্রদীপ কুমার আগরওয়ালা, সাধারণ সম্পাদক তাপস কুমার মহন্ত, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপনসহ উপজেলার সকল পূজা মন্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে শক্তহাতে আইন-শৃংখলা রক্ষার অঙ্গীকার করেন এবং এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন। প্রসঙ্গত, চলতি বছরে উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৩২টি মন্ডপে শারদীয় দূর্গাপূজা উৎসব অনুষ্ঠিত হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *