February 5, 2025, 6:05 am
মোংলা প্রতিনিধি।
পিডিএম ফাউন্ডেশনের প্রতিষ্টাতা চেয়ারম্যান দিপংকর মৃধা (দিপু) সনাতন ধর্মাবলম্বী দের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়সহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। সোমবার (২৬ সেপ্টেম্বর ) এক শুভেচ্ছা বার্তায় দিপু মৃধা বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব এই দুর্গোৎসব। অশুভ শক্তির বিনাশ, সত্য ও সুন্দরের আরাধনা দুর্গোৎসবের মূলমন্ত্র। উপজেলার প্রতিটি পূজামণ্ডপ শ্রী শ্রী দুর্গা দেবীর আগমনে মুখরিত হতে যাচ্ছে। দুর্গাপূজা আজ সমগ্র মানবজাতির জন্য একটি সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। আবহমান বাংলার এই অসাম্প্রদায়িক মূল্যবোধ আন্তর্জাতিক পরিমণ্ডলেও স্বীকৃত। মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের মূল চেতনায়ও রয়েছে অসাম্প্রদায়িক মানবিক মূল্যবোধ। সর্বজনীন দুর্গোৎসব আমাদের মানবিক, উদারনৈতিক ও অসাম্প্রদায়িক মূল্যবোধকে আরও জাগ্রত করবে বলে আশা প্রকাশ করেন পিডিএম ফাউন্ডেশনের চেয়ারম্যান। তিনি বলেন, দুর্গাপূজার অন্তর্নিহিত বাণী অনুধাবন করতে হবে। দুর্গোৎসবের সার্বিক সফলতা এবং সবার মঙ্গল, সুখ, শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন তিনি।