ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ড্রেজার দিয়ে বালু উত্তোলনে ধসে পড়েছে উঠান-পাকা ঘরে ফাটল

গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১নং ভোমরা ইউনিয়নের খামার সেনুয়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে মোঃমিজানুর রহমান দীর্ঘ ৩০ বছর ধরে বসবাস করিয়া আসিতেছেন।তার বাড়ীর সংলগ্ন দক্ষিণ পার্শ্বে ১নং ভোমরাদহ ইউনিয়নের খামার সেনুয়া গ্রামের ৩নং ওয়ার্ডের বাসিন্দা গ্রাম পুলিশ মোঃশরিফুল ইসলাম মহল্লাদার অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে কাউকে তোয়াক্কা না করে বালু উত্তোলন করে শরিফুল তার উঠান ভরাট করে। বালু উত্তোলনের কয়েক কয়েক মাস গত হলে একই গ্রামের মোঃমিজানুর আঙিনা ধসে পড়েছে, পাকা বিল্ডিং ঘরে ফাটল ধরেছে মিজানুরের ঘর।বর্তমানে অসহায় মিজানুর তার বৃদ্ধ মাতাকে নিয়ে আতংকের মধ্যে ঘরে শয়ন করছে।সে জানেনা কখন ঘর ধসে পড়তে পারে।

এ নিয়ে মোঃমিজানুর ইসলাম তার ঘর বাড়ি উঠান রাক্ষার্থে খতি পুরনের জন্য পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে মোঃ মিজানুর রহমানের সাথে কথা হলে তিনি সাংবাদিক জানান পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছি এখন ও কোন সু বিচার পাইনি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *