জয়পুরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস

র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের একটি চৌকশ অপারেশনাল দল কোম্পানী উপ-অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা এর নেতৃত্বে,রবিবার দিবাগত রাতে জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার পাঠানপাড়া বাজারে পশ্চিমপ্রান্তে হোপেরহাট গামী পাকা রাস্তায় অভিযান চালিয়ে ৭ শত ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো.রমজান আলী (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে র‍্যাব-৫ এর সদস্যরা।

আটককৃত মাদক ব্যবসায়ী মোঃ রমজাল আলী গাইবান্ধা জেলার গোবিন্ধগঞ্জ উপজেলার কাকসা একালার মৃত শামসুল মন্ডলের ছেলে।

র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে আটক বিষয়টি নিশ্চিত করে আরও জানায় আটককের পর র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ধৃত আসামী স্বীকার করেছে যে সে দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহপূর্বক জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল।

পরবর্তীতে ধৃত আসামী মাদক ব্যবসায়ী মো.রমজান আলীর বিরুদ্ধে জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুসারে একটি মামলা দায়ের করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *