December 27, 2024, 12:23 am
এম এ আলিম রিপনঃ পাবনার আমিনপুর থানার রুপপুর ইউনিয়নের কাঁঠালডাঙ্গি কাঁঠালডাঙ্গি গ্রাম থেকে শিউল খাতুন (২৫) নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৫ সেপ্টেম্বর) সকালে নিজ শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শিউলি খাতুন ওই গ্রামের তোজাম্মেল শেখের মেয়ে ও সুজানগর উপজেলার রানীনগর ইউনিয়নের বাদাই গ্রামের মো.পুকাই শেখের ছেলে বিদ্যুৎ হোসেনের স্ত্রী। জানাযায়, বিদ্যুৎ হোসেন সম্প্রতি মালয়েশিয়া থেকে দেশে ফিরে তার দ্বিতীয় স্ত্রী শিউলি খাতুনের পিতা তোজাম্মেল শেখের বাড়িতে উঠেন। এবং এরপর থেকে তারা একত্রে ওই বাড়িতেই বসবাস করে আসছিলেন। রবিবার শেষ রাতের দিকে শিউলিকে তার স্বামী গলাকেটে হত্যা করে পালিয়ে যায় বলে দাবি করেন শিউলির মা করিমন খাতুন। এদিন ভোরে শিউলির গলা কাটা মরদেহ ঘরের মধ্যে পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন আমিনপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। আমিনপুর থানার ওসি(তদন্ত) ইমরান মাহমুদ তুহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে যুগান্তরকে জানান, এ ঘটনায় নিহতের মা করিমন খাতুন বাদী হয়ে একটি মামলা করেছেন। এর পরপরই অভিযান চালিয়ে নিহতের স্বামী বিদ্যুৎ কে গ্রেফতার করে পুলিশ। এছাড়া এ হত্যাকান্ডের সাথে কে বা কারা জড়িত এবং কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয়দের বরাত দিয়ে ওসি(তদন্ত) আরো জানান, বিদ্যুৎ হোসেনের সাথে বিয়ের পূর্বে শিউলী খাতুনের আরও ২টি বিয়ে হয়েছিল। এখনও তাদের সাথে শিউলির নিয়মিত যোগাযোগ হয় সন্দেহে স্বামী বিদ্যুৎ এর সাথে প্রায়ই ঝগড়া হত শিউলীর।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।