চাঁদপাই পুজামন্দিরে শুভ মহালয়া’র মধ্যদিয়ে শুরু শারদীয় দুর্গা উৎসবের ক্ষণ গণনা

বায়জিদ হোসেন, মোংলাঃ
শরতের আকাশে সাদা মেঘের ভেলা, জমিনে শুভ্র কাশফুল মাথা দুলিয়ে নাচে। আপাতদৃষ্টিতে সব কিছুই সুন্দর ও দৃষ্টিনন্দন মনে হলেও কোথায় জানি একটা অপূর্ণতা থেকেই যায়। ঢাকে কাঠি পড়লেই, ঝিংকু নাকুর ঝিংকু নাকুর আওয়াজ কানে আসতেই শরতের ষোলকলা পূর্ণ হয়। বোঝা যায়, আজ মহালয়া। দেবী দুর্গার প্রারম্ভিক বন্দনা আর উলু ধ্বনি, প্রতিধ্বনিত হয় বাংলার আকাশ-বাতাস, নদীর জলের মতো পরিষ্কার জানিয়ে দেয়, আজ থেকে শারদীয় দুর্গাপূজার প্রারম্ভিকতা হলো। রবিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০ টায় মোংলা উপজেলার চাঁদপাই পুজামন্দিরে পালিত হয় দুর্গাপূজা শুভ সূচনা ‘শুভ মহালয়া’। আয়োজক পিডিএম ফাউন্ডেশ’র চেয়ারম্যান দিপংকর মৃধা দিপু পাঠানো বার্তায় বলেন, “এবার প্রথম পিডিএম ফাউন্ডেশ’র উদ্দোগে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। আজকের দিনে আমরা দেবী দুর্গার মর্তে আসার সময় প্রারম্ভিক বন্দনার মাধ্যমে তার কাছে দুনিয়ার সকল অশুভ শক্তি বিনাশ করার আহ্বান জানিয়েছি। সেই সাথে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ, ধর্মীয় সম্প্রীতির দেশ বাংলাদেশ। ধর্মীয় সম্প্রীতির কোন বিকল্প নাই। এ দেশে প্রত্যেকটি নাগরিক নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্নে পালন করে থাকে। যা বিশ্বে দৃষ্টান্ত সৃষ্টি করেছে। এ দেশে ৯০ ভাগ নাগরিক মুসলমান। হিন্দু, খ্রিস্টান বৌদ্ধসহ অন্যান্য ধর্মের নাগরিক সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্যে দিয়ে এ দেশে বাস করে। সেই সাথে সকলকে পিডিএম ফাউন্ডেশনের পক্ষ থেকে শারদীয়া দুর্গাপূজা শুভেচ্ছা জানাচ্ছি।
উল্লেখ্যে, আগামী পহেলা অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা।
মোংলা উপজেলায় এবার ৩৪ টি পূজা মন্দিরে অনুষ্টিত হচ্ছে এ উৎসব।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *