December 26, 2024, 2:18 pm
রংপুর থেকে বিভাগীয় প্রধান আবু নাসের সিদ্দিক তুহিন। —
রংপুর সাহিত্য – সংস্কৃতি পরিষদের ১০৬২- তম সাহিত্য বৈঠক ২৩ সেপ্টেম্বর ২০২২ গতকাল শুক্রবার বিকেল ৫.৩০ টায় পরিষদের টাউন হল চত্বর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বৈঠকটি সাফ ফুটবল বিজয়ী নারী ফুটবলারদের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। দু ‘টি পর্বে বিভক্ত সাহিত্য বৈঠকে সভাপতিত্ব করেন পরিষদ সভাপতি স্বাত্ত্বিক শাহ আল মারুফ। পরিষদের সাবেক সভাপতি, লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা.মফিজুল ইসলাম মান্টুর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে প্রথম পর্বের অনুষ্ঠান শুরু হয়। এতে নিজের লেখা কবিতা পাঠে অংশ নেন কবি ও সাবেক যুগ্ম সচিব নারায়ণ চন্দ্র বর্মা, জয়িতা নাসরিন নাজ, এ এস এম হাবিবুর রহমান, লুৎফর রহমান সাজু, আফজাল হোসেন, সৌরভ আল হাসান, সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন, জয় রাজ, সুফি জাহিদ হোসেন, খন্দকার মাহফুজার রহমান, এড.মাসুম হাসান, শাহিদা মিলকী, পূর্ণিমা রাজ, মীরা রায়। কবিতা আবৃত্তি করেন,মুনিরা আকতার, আব্দুল কুদ্দুস, মেহেদী মাসুদ, আফরোজা বেগম। অণু গল্প পাঠ করেন নূর উন নবী। নিবন্ধ উপস্থাপন করেন মাহমুদা চৌধুরী। পঠিত লেখা গুলো নিয়ে বিশ্লেষণধর্মী আলোচনা করেন তাজুল ইসলাম। সাহিত্য বৈঠকের প্রথম পর্বের সঞ্চালনায় ছিলেন পরিষদের সাংগঠনিক সম্পাদক মামুন উর রশিদ।
পরিষদের সাবেক সভাপতি ডা.মফিজুল ইসলাম মান্টু ও সাবেক সহ সভাপতি ডা.মমতাজ বেগমের বন্ধু জীবনের অর্ধ শতক ও বিবাহিত জীবনের সোয়া চার দশক পূর্তি উপলক্ষ্যে দ্বিতীয় পর্বের অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই ডা.মফিজুল ইসলাম মান্টু ও ডা. মমতাজ বেগম দম্পতিকে পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। জন্মদিনের ফুলেল শুভেচ্ছা জানানো হয় পরিষদের আজীবন সদস্য সুফি জাহিদ হোসেনকে। এই চিরসবুজ দম্পতিকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন বিশিষ্ট সাহিত্যিক, শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ শাহ আলম,বিভাগীয় তথ্য অফিস রংপুর এর পরিচালক এস এম কবির রাজনীতিবিদ শ ম আমজাদ হোসেন সরকার, বীর মুক্তিযোদ্ধা, সাবেক অতিরিক্ত সচিব সুশান্ত চন্দ্র খাঁ, এড.মাসুম হাসান, জেনিফার আলী এলি, ইরা হক, নওয়াব আলী,সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি জয়িতা নাসরিন নাজ, মাহমুদা চৌধুরী, সুনীল সরকার। কবিতা আবৃত্তি করেন মামুন উর রশিদ ও মতি মিয়া।অনূভুতি ব্যক্ত করেন ডা. মফিজুল ইসলাম মান্টু ও ডা.মমতাজ বেগম। সঙ্গীত পরিবেশন করেন, নারায়ণ চন্দ্র বর্মা, সুফি জাহিদ হোসেন, পুষপজিৎ রায়। দ্বিতীয় পর্বের অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রফেসর মোহাম্মদ শাহ আলম। সভাপতি স্বাত্ত্বিক শাহ আল মারুফ সমাপনী বক্তব্য রাখেন। শেষে ডা. মফিজুল ইসলাম মান্টু উপস্থিত সকলকে আপ্যায়িত করেন।