শালিখায় আজকের দর্পণ পত্রিকার ৮ম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত

শালিখা মাগুরা সংবাদদাতাঃ মাগুরার শালিখায় দৈনিক আজকের দর্পণ পত্রিকা ৯ বছরে পদার্পণ উপলক্ষে ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টায় কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

আজকের দর্পণ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ নওয়াব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব শালিখার সভাপতি ও কেন্দ্রীয় শিক্ষক সমিতির সহসাংগঠনিক সম্পাদক ও প্রধান শিক্ষক মোঃ বাহারুল ইসলাম৷ প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন,মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র ইংরেজি শিক্ষক ও গবেষক শ্রী ইন্দ্রনীল বিশ্বাস৷ শালিখা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শহিদুজ্জামান চাঁদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব শালিখার সিনিয়র সহসভাপতি কবি, সাংবাদিক ও প্রধান শিক্ষক স্বপন বিশ্বাস,জিআর এম তারিক,মুক্তিযুদ্ধের সংগঠক ও সমাজ সেবক মোঃ আক্কাস আলী খান,শালিখা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক,সহসভাপতি মোঃ সাইফুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম রাজিব, দপ্তর সম্পাদক মোঃ মনিরুল ইসলাম,প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আবু হুরাইরা,দৈনিক দেশের কণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ উবাইদুর রহমান,শালিখা প্রেসক্লাবের প্রচার সম্পাদক মোঃ হাবিবুল হক চৌধুরী প্রমুখ। বক্তারা দৈনিক আজকের দর্পণ পত্রিকা ৮ম বর্ষ শেষ করে ৯ম বর্ষে পদার্পণ করায় পত্রিকাটির উত্তর উত্তর সাফল্য কামনা করেন৷

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *