মোংলায় এক ব্যাক্তি জ্যান্ত বিষক্ত সাপ খেয়ে ফেললো

মোংলা প্রতিনিধি
বিদেশি কোন প্রশিক্ষণপ্রাপ্ত বিশেষজ্ঞ নয়। অথচ জ্যান্ত বিষক্ত একটি সাপ ধরে চিবিয়ে খেয়ে ফেলেছে সাধারণ এক মানুষ। অদ্ভুত একান্ড নিয়ে রীতিমতো সরগোল পড়েছে। বুধবার (২১ সেপ্টেম্বর) মোংলায় ঘটে যাওয়া ঘটনাটি এখন টক অব দ্যা টাউনে পরিনত হয়েছে। এ দৃশ্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে ঘুরছে। মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের মালগাজী এলাকার বাসিন্দা মৃত মোঃ মমিন উদ্দিন মৌলোভীর ছেলে মোঃ মোস্তাফিজ (৩০) বিভিন্ন গাছে থাকা বিষক্ত একটি উড়াল গাড়া কালো সাপ ধরে চিবিয়ে খাচ্ছে। এমন ঘটনা দেখে চোখ কপালে উঠেছে অনেকের। তবে এখনও মোস্তাফিজ বেঁচে আছে। কিছুই হয়নি তার। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) কথা হয় সেই মোস্তাফিজের সাথে। কোন চিন্তা থেকে এটা করলেন জানতে চাইলে তিনি বলেন, সাপটা তার বাড়ির গাছে ছিল। পরে ওই সাপ তাকে কামড় দিতে চাইলে সেটি ধরে নিজেই চিবিয়ে খেয়ে ফেলেছে। সাপটি খেতে তৈলাক্ত স্বাদ লেগেছে এবং এতে তার শরীরে কিছুই হয়নি বলেও দাবি করেন তিনি। জানতে চাইলে এবিষয়ে মোংলা উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহীন বলেন, এটা আমার কাছে মিরাক্কেল লাগছে। তবে যে সাপটি খেয়েছে সেটি বিষধর না হলে সমস্যা নাই। তারপরও তার শরীরে চেকাপ করা উচিৎ। কারণ সাপের প্রতিটি অঙ্গ প্রতঙ্গেই বিষ থাকে। দ্রুত এর চিকিৎসা করা না হলে তার মৃত্যু বরণ ছাড়া উপায় থাকবেনা বলেও জানান তিনি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *