December 26, 2024, 9:10 pm
আজিজুল ইসলামঃ যশোরের শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি জোয়ানরা এক কোটি ২৫ লাখ টাকা মূল্যের ১৫ টি সোনার বার সহ জালাল উদ্দিন (৩৫) নামে এক সোনা পাচারকারীকে আটক করেছে। উদ্ধারকৃত সোনার ওজন ১ কেজি ৬ শ”৫২ গ্রাম।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে গোগা বাজারের কাছাকাছি একটি ইট ভাটার পাশে পাকা রাস্তার ওপর থেকে সোনার বারসহ জালালকে আটক করা হয়।
জালাল বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আলী কদমের ছেলে। এ সময় জালালের কাছে থাকা মোটরসাইকেলটিও জব্দ করে বিজিবি।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল তানভীর রহমান পিএসসি জানান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জোয়ানরা গোগা – বেনাপোল সড়কের পাশে ইট ভাটার কাছ থেকে জালাল উদ্দিনকে সোনার বারসহ আটক করে।
পরে জালালের দেয়া স্বীকার উক্তিতে মোটরসাইকেলের মধ্যে লুকানো ১৫ টি সোনারবার উদ্ধার করা হয়। যার ওজন এক কেজি ৬৫২ গ্রাম। উদ্ধার করা সোনার বাজার মূল্য ১ কোটি ২৫ লাখ ২৮ হাজার টাকা।
তিনি আরও জানান, সোনা পাচার রোধ করতে সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে। সোনা পাচার বন্ধ করতে আগামীতে আরও কঠোর ব্যাবস্থা নেয়া হবে। সোনার চোরাচালান একেবারে শূন্যের কোঠায় নামিয়ে আনতে সব ধরনের কৌশল অবলম্বন করা হবে।